বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

করোনায় ৫৪% গৃহকর্মী ও ১৯% নারী পোশাক শ্রমিক কাজ হারিয়েছে: সিপিডি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই এপ্রিল ২০২১ ০৪:৫০:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহামারি করোনার প্রকোপে ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে করোনায় ৫৪ শতাংশ গৃহকর্মী ও ১৯ শতাংশ নারী পোশাক শ্রমিক কাজ হারিয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার সকালে ‘সরকারের আর্থ-সামাজিক পুনরুদ্ধার ব্যবস্থা: নারী কতটা উপকৃত হয়েছে?’ শীর্ষক আয়োজিত ওয়েবিনারে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন তার প্রবন্ধে এসব তথ্য উপস্থাপন করেন। 

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি নিম্ন আয়ের নারীদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। নারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জানান, দেশের ৪৯ শতাংশ নারী নিজেকে অনিরাপদ মনে করেন।  বাল্যবিবাহ বেড়েছে ৫৮ শতাংশ এবং অকালে গর্ভধারণ বেড়েছে ৩০ শতাংশ।

অনুষ্ঠানে সিপিডি আরো জানায়- সরকার ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যা জিডিপির ৪ দশমিক চার চার শতাংশ। এই প্রণোদনা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছে সিপিডি।  

আরও পড়ুন