আন্তর্জাতিক, ভারত

করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ৮০০ জন কোয়ারেন্টিনে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৬:১০:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তদে চিকিৎসা দেয়া ডাক্তারের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। আর ওই  চিকিৎসকের সঙ্গে গত ১৪ দিনে যে সমস্ত ব্যক্তিরা সংস্পর্শে এসেছেন এমন ৮০০ জনকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৮০০ জনকে কোয়ারেন্টিনে করে রাখা হয়েছে। জানা গেছে, ওই ৮০০ জনের মধ্যে অধিকাংশই দিল্লির মহল্লা ক্লিনিকে এর আগে ওই চিকিৎসককে দেখাতে এসেছিলেন, কিন্তু পরে জানা যায়, চিকিৎসক নিজেই করোনা আক্রান্ত।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগাম সতর্কতা হিসাবেই ওই ৮০০ জনকে আপাতত ১৪ দিনের জন্যে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ এ পৌঁছে গেছে।

ধারণা করা হচ্ছে সৌদি আরব থেকে ফেরা এক করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে আসার পরেই আক্রান্ত হন ওই চিকিৎসক। তারপর একে একে ওই চিকিৎসকের স্ত্রী, কিশোরী মেয়েসহ আরও একজনে শরীরে এ ভাইরাসের সংক্রমণ প্রকাশ পায়। ওই চিকিৎসক উত্তর-পূর্ব দিল্লির একটি মহল্লা ক্লিনিকে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন