আন্তর্জাতিক, অন্যান্য

করোনা আতঙ্কে কলাম্বিয়া কারাগারে ২৩ জনের মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২০ ০৫:৫৫:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি কারাগারে বন্দী ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষে ২৩ কয়েদি নিহত হয়েছে। বিবিসি জানায়।

কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো বলেছেন, রাবিবার রাতে লা মডেলো কারাগারে দাঙ্গায় আহত হয়েছে ৮৩ জন বন্দী। তিনি আরও জানান, সংঘর্ষে আহত ৩২ জন কয়েদি এবং সাতজন কারারক্ষী হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুই কারারক্ষীর অবস্থা সংকটাপন্ন। 

এ সংঘর্ষ পরিকল্পিত উল্লেখ করে তিনি জানান, 'দাঙ্গার কারণ হতে পারে এমন কোন অস্বাস্থ্যকর পরিবেশ এখানে নেই। এছাড়া করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা অস্বীকার করেন তিনি।'

এমন কি এই কারাগারের কোন কর্মী বা বন্দী এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হননি বলেও তার দাবি।

 

আরও পড়ুন