আন্তর্জাতিক, ভারত

করোনা ইস্যুতে সাদ কান্দলভির বিরুদ্ধে এফআইআর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৫:২৩:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস ইস্যুতে তাবলিগ জামাতের একাংশের নেতা সাদ কান্দলভিরে বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

ভারতে মহামারি আইনের ৩ নম্বর ধারায় মামলাটি হয়েছে। করোনাভাইরাস দিল্লির নিজামুদ্দিনে এই জমায়েতের আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয়ার পর তেলেঙ্গানায় সাতজনের মৃত্যু হয়।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৮জন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গত তিনদিনে নিজামুদ্দিন মারকাজ তাবলিগ জামাত থেকে দেড় হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। এর মধ্যে করোনা সন্দেহে ৪৪১ জনকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গত ২১শে মার্চ এই তাবলিগ জামাতে বাংলাদেশসহ মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও কিরগিজস্তানের নাগরিকরা অংশ নেন। এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে, মোট মারা গেছেন ৪৫ জন।  

আরও পড়ুন