আন্তর্জাতিক, অন্যান্য

করোনা ছুঁয়েছে রাণী এলিজাবেথ থেকে বিল গেটস পর্যন্ত

ফারুক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মে ২০২২ ০৭:১৫:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা ভাইরাস ছড়িয়েছে বিশ্বজুড়ে। কঠোর বিধিনিষেধ-ভ্যাকসিন কোন কিছুই সংক্রমণ রোধতো দূরের কথা আটকানো যাচ্ছেনা আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। সাধারণ জনগণ যাদের কাছে পৌঁছতে পারে না তারাও আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। গেল মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন মাইক্রোসফটের সহ -প্রতিষ্ঠাতা বিল গেটস

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনা পজেটিভ হয়েছেন। জানুয়ারিতেই করোনা আক্রান্ত হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ করোনায় আত্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার স্ত্রী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের শুরুতেই করোনায় দ্বিতীয়বারের মত আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। এরপরই করোনা আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। করোনার সবকটি ডোজ নেয়ার পরও আক্রান্ত হন ৯৫ বছর বয়সী রাণী।

আরও পড়ুন