বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

করোনা টিকা আবিষ্কারে দেশীয় গবেষণাকে গুরুত্ব না দেয়ার অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১১ই জানুয়ারী ২০২১ ১২:৫৭:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারের বিরুদ্ধে করোনা টিকা আবিষ্কারে দেশীয় গবেষণাকে গুরুত্ব না দেয়ার অভিযোগ তুলেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ।

তাদের অভিযোগ, দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক গেল বছরের জুলাইয়ে সরকারের কাছে আবেদন করলেও সাড়া দিতে দেরি করেছে সরকার। সকালে রাজধানীর ডিআরইউ'তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চিকিৎসকরা।

এসময় সবার জন্য করোনা টিকা নিশ্চিতের দাবি জানান তারা। বলেন, টিকা নিয়ে যেন কোনো ব্যবসা না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের অভিযোগ, দেশে আন্তর্জাতিক মানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থাকলেও তারা কেউই টিকা উৎপাদনের উদ্যোগ নেয়নি। সরকারও সেসব প্রতিষ্ঠানকে কোনো চাপ দেয়নি বলেও অভিযোগ করেন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের নেতারা। গ্লোব বায়োটেকের করোনা টিকাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে সরকারি অনুদান দেয়ার পরামর্শ দেন তারা।

আরও পড়ুন