খেলাধুলা, অন্যান্য খেলা

করোনা ভাইরাসের প্রভাব বিশ্ব ক্রীড়াঙ্গণেও

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জানুয়ারী ২০২০ ০৭:৪৫:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানজিংয়ের বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ বাতিল।

করোনা ভাইরাসের কবলে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। যার কারণে স্থগিত করা হয়েছে চিনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ।

বিশ্ব সাস্থ সংস্থার পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি। চীন থেকে সরিয়ে অন্যকোন দেশে আসর আয়োজনের কথা ভাবছে সংস্থাটি। তবে তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসর পর। ভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে নানজিংয়ের দূরত্ব ৩৭০ মাইল।

১৩ থেকে ১৫ই মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আসর। হুমকির মুখে পড়েছে অলিম্পিক আয়োজনেও। করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টোকিওয়ের গভর্নর ইউরিকো কোইক। কারণ চলতি বছরের ২২ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। যদিও অলিম্পিকের মতো বড় আসর আয়োজন নিয়ে সকল সমস্যা মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন টোকিওয়ের গভর্নর।

চীনে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের। আক্রান্তের শিকার সাত হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন