আন্তর্জাতিক, এশিয়া, অন্যান্য

করোনা মোকাবিলায় শি জিনপিংয়ের প্রশংসায় কিম জং-উন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই মে ২০২০ ০১:১৬:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক সাফল্য দেখানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।তিনি বিশেষ দূতের মাধ্যমে শি’র কাছে পাঠানো এক মৌখিক বার্তায় এ প্রশংসা করেন।

চীনের কারণে গোটা বিশ্বকে করোনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে বলে যখন বিভিন্ন মহল থেকে বিস্তর অভিযোগ উঠছে তখন উল্টো চীনের প্রশংসা করলেন কিম। এই পরিস্থিতিতে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন কিম জং-উন। তিনি শি জিনপিংকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।

কিমের মতে, হঠাৎ তৈরি হওয়া উদ্ভূত মহামারি পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন চীনের প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ গতকাল (শুক্রবার) এ বার্তার খবর প্রকাশ করলেও এটি ঠিক কবে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন