আন্তর্জাতিক

করোনা: আবারও মৃত্যু বাড়ছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ১২ই আগস্ট ২০২০ ১০:০১:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসে (কোভিড-১৯) আবারও প্রাণহানি বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে।

একদিনে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪শ' ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত প্রায় ৫৩ হাজার মানুষ। মোট মৃত্যু ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলে একদিনে ১ হাজার ২শ ৪২ জন প্রাণ হারিয়েছেন। আর শনাক্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি জন।

করোনা শনাক্তের দিক দিয়ে এখনও শীর্ষে ভারত। দেশটিতে একদিনে ৬১ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৮শ ৩৫ জন। নিউজিল্যান্ডে আবার সংক্রমণ বেড়ে যাওয়ায় অকল্যান্ডে লকডাউন জারি করা হয়েছে।

বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে, শনাক্ত আড়াই লাখের বেশি মানুষ। মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত ২ কোটি ৫ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখের বেশি।

আরও পড়ুন