অর্থনীতি

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হলেও, শীতের সবজির দর কিছুটা কমেছে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে অক্টোবর ২০২০ ১১:০৮:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই দফায় দর নির্ধারণের পরও, সরকারি দামে আলু মিলছে না রাজধানীর বাজারগুলোতে। যদিও কাঁচা মরিচের দাম পৌঁছেছে ২০০ টাকায়। দাম কমতে শুরু করেছে শীতের সবজির।

মহাখালী কাঁচাবাজারে ঘুরে দেখা যায়- খুচরায় আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ৮৫ টাকায়। ভারতীয় পেঁয়াজ একেবারেই সরবরাহ নেই বাজারে।  

চায়না আদার দাম ২২০ টাকা কেজি। আর দেশি আদা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা।  

এদিকে, কাঁচা মরিচের দাম বেড়ে গিয়ে ঠেকেছে কেজি প্রতি প্রায় ২০০ টাকা। তবে রাজধানীতে শীতের সবজির দর কিছুটা কমেছে। বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ এবং পেঁপে ৪০ টাকায় মিলছে বাজারে।  

অন্যদিকে, বাঁধাকপি-ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পিস। টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০, ঢেঁড়শ ৬০ এবং পটল ৬০ টাকা। শিম ১০০ থেকে ১২০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

আরও পড়ুন