বাংলাদেশ, অপরাধ

কাউন্সিলর রাজীবের গাড়ি জব্দ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২০শে নভেম্বর ২০১৯ ১২:২৪:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি'র ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের একটি গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

তার মালিকানাধীন আরও দুটি গাড়ি নজরদারিতে রাখার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

মঙ্গলবার, সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে দুদকের একটি দল এসব ব্যবস্থা নেয়। রাজীবের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তের অংশ হিসেবে দুদক এ পদক্ষেপ নিয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে একটি গাড়ির গ্যারেজ থেকে একটি গাড়ি জব্দ করে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। নীল রঙয়ের ওই গাড়িটি সেবা অটোমোবাইল নামের একটি গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য রাখা হয়েছিল বলে  জানিয়েছে দুদক। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি জব্দ করে দুদক।

আরও পড়ুন