কাতারে ১০ বছরে সাড়ে ৬ হাজার বিদেশি শ্রমিক মারা গেছে। এরমধ্যে ১ হাজার ১৮ জন বাংলাদেশি। এদের বেশিরভাগই ২০২২ ফুটবল বিশ্বকাপের পূর্বপ্রস্তুতির নির্মাণকাজের সঙ্গে জড়িত।
দ্য গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশের বাইরে বাকি শ্রমিকরা ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক। এর মধ্যে ভারতের সর্বোচ্চ দুই হাজার ৭শ' ১১ জন, নেপালের এক হাজার ৬শ' ৪১ জন আর পাকিস্তানের ৮শ' ২৪ জন। দেশগুলোর সরকারি সূত্রে শ্রমিক মৃত্যুর এ সংখ্যা পাওয়া গেছে বলে দাবি গার্ডিয়ানের।
লন্ডনভিত্তিক পত্রিকাটির দাবি, প্রকৃত অবস্থা আরও গুরুতর। কাতারে ব্যাপক হারে শ্রমশক্তি রপ্তানি করে এমন দুটি দেশ ফিলিপাইন ও কেনিয়ার হিসেব এরমধ্যে আনা হয়নি। এমনকি ২০২০ সালের শেষ কয়েক মাসের হিসেবও এর মধ্যে নেই।
২০১০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় কাতার। এরপর আন্তর্জাতিক মানসম্পন্ন অন্তত ৭টি স্টেডিয়াম, একটি এয়ারপোর্ট, বড় বড় হোটেলসহ অবকাঠামোগত নানা উন্নয়নকাজ শুরু করে দেশটি।