আন্তর্জাতিক, অন্যান্য

কানাডার পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ পর্যায়ে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর ২০২১ ১০:১৩:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কানাডায় ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ পর্যায়ে। অনেকগুলো কেন্দ্রেই বন্ধ করা হয়েছে।  

তবে কিছু কিছু কেন্দ্রে এখনও ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলের সঙ্গে কনজারভেটিভ পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

দুই দলেরই জনপ্রিয়তা ৩১-৩২ শতাংশের মতো। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আসন রয়েছে ৩৩৮টি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত ১৭০টি আসনে জিততে হবে। দেশটিতে এবার ভোটার রয়েছেন দুই কোটি ৭০ লাখের বেশি।

এর মধ্যে আগাম ভোট দিতে প্রায় ৬০ লাখ কানাডীয় ব্যালট সংগ্রহ করেছেন। স্থানীয় নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল সংখ্যক মেইল-ইন-ব্যালট জমা পড়ায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। 

আরও পড়ুন