বাংলাদেশ, জেলার সংবাদ, লাইফস্টাইল, শিক্ষা

কারমাইকেল কলেজের ১০০ বছরপূর্তি, অংশ নেবে ২০ হাজার শিক্ষার্থী

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে ডিসেম্বর ২০১৯ ০৩:২৩:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের শতবর্ষ উৎসব রবিবার। উৎসবে যোগ দিতে প্রস্তুত কলেজটির সাবেক ও বর্তমান ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী। শতবর্ষ উদযাপন ঘিরে এখন মুখর পুরো ক্যাম্পাসে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

'শতবর্ষে শত প্রাণ, ঐতিহ্যের জয়গান' স্লোগানে শতবর্ষ উদযাপন করতে দুদিনব্যাপী উৎসব আয়োজন করেছে কারমাইকেল কলেজ।  উৎসব ঘিরে নতুনভাবে সাজানো হয়েছে ক্যাম্পাস।

১৯১৬ সালে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার জমিদার ও শিক্ষানুরাগীদের দানে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের নামে নয়শ' একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় কলেজটি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজে বর্তমানে ১৮টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার।

২৯ ও ৩০শে ডিসেম্বর ক্যাম্পাসে উৎসবে মাতবে শিক্ষার্থীরা।  উচ্ছসিত কলেজটির সাবেক শিক্ষার্থীরাও।

উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনীতে শিক্ষামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী ও বিরোধীদলের চিফ হুইপের উপস্থিত থাকার কথা রয়েছে। উৎসবের দ্বিতীয় দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন