জেলার সংবাদ

কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩১শে মার্চ ২০২১ ০৫:৩৬:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে প্রায় ১ ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটিও। জেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। সোয়া ঘণ্টার ঝড়ে শহরতলীর ছোট বহুলা, তেঘরিয়া, ভাদৈ, উত্তর ভাদৈ, শিয়ালদাড়িয়া, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ ও বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় ৫ শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সার্কিট হাউজ রোড, নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন রাস্তা, জজ কোর্ট সংলগ্ন রাস্তায় বেশ কয়েকটি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ঝড় শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে জেলা শহরসহ আশপাশের এলাকাগুলো।

ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আলতাফ হোসেন ছুটিতে আছেন বলে জানান।

এ অফিসের দায়িত্বরত অফিস সহকারী নূর উদ্দিন জানান, ঝড়ে অনেক বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা যাবে না।

আরও পড়ুন