জাতীয়, জেলার সংবাদ, ইসলাম

কাল শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২০ ০২:১৬:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরে টঙ্গীর তুরাগপাড়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইজতেমা ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এ পর্বেও অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের সাদা কান্ধলভিপন্থি মুসল্লিরা। পুলিশের পক্ষ থেকে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে একই ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

তিনদিনের দ্বিতীয় দফার ইজতেমা আগামীকাল থেকে শুরু হয়ে আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। গত ১০ই জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১২ই জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।

দ্বীনের দাওয়াতের কাজে শামিল হতে ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান মুসুল্লিরা। এদিকে, ইজতেমার দ্বিতীয় পর্বেও নিরাপত্তার জন্য প্রথম পর্বের ন্যায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই পর্বেও বাড়তি নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ টহল থাকবে।

প্রথম পর্বের আবর্জনা পরিষ্কার করে মাঠকে দ্বিতীয় পর্বের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।

তুরাগতীরে ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে এ বৃহৎ ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছর থেকে বাংলাদেশের মাওলানা জোবায়ের ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা আয়োজন করছে।

আগামী ১৯শে জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

আরও পড়ুন