ঢালিউড, বিশেষ প্রতিবেদন

কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপু বিশ্বাস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০৩:৪৯:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা পরিস্থিতি মোকাবিলা করে জীবনকে উপভোগ করতে স্বাস্থ্যবিধি মানা, সুষম খাবার গ্রহণ এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই সাথে রুপচর্চায় নারীদের রাসায়নিক উপকরণেল বদলে হার্বাল সামগ্রী ব্যবহারের পরামর্শ দেন তিনি।

মাঝে ক্যারিয়ারে অনেকটা ঝড়-ঝঞ্ছা গেছে। সব পিছু ফেলে উঠে দাঁড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়িকা অপু বিশ্বাস। প্রবল ইচ্ছাশক্তিতে, ফিটনেস ফিরিয়ে, আবারো তিনি চলচ্চিত্রের আলো ঝলমল ভূবনে।

অপু বিশ্বাস বলেন, 'মা হলে যে কোন মেয়ে মুটিয়ে যায়। আমাকে ডায়েট করতে হয়েছে, আমাকে অনেক বেশ জিম করতে হয়েছে। যা আমি এখনো কন্টিনিউ করি।'

সম্প্রতি হার্বাল প্রসাধন নির্মাণ প্রতিষ্ঠান কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এই তারকা। চুক্তিসই আয়োজনে রুপচর্চা এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নানা কথা বলেন তিনি।

অপু বিশ্বাস জানান, '৭-৮ বছর আগে অনেকেই দেখেছেন আমার ফেইসে অনেক ব্রোন ছিলো। পরবর্তীতে আমাকে রিকভার করেছে আয়ুর্বেদ বা কিছু টোটকা যেটাকে বাংলায় বলে। এগুলো আমি ফলো করে রেজাল্ট পেয়েছি।'

করোনা পরিস্থিতি মোকাবেলা করে জীবনকে উপভোগ করতে স্বাস্থ্যবিধি মানা, সুষম খাবার গ্রহণ এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন এ চিত্রনায়িকা। অপু বলেন, 'জিম করাটা শুধু ট্রান্সফর্মেশনের জন্য নয়, সুস্থ থাকার জন্যও। এই করোনা প্যান্ডেমিকে মূলমন্ত্র হলো সুস্থ থাকা। করোনাকালীন সুস্থ থাকার জন্য আমার মনে হয় ব্যায়ামটা খুবই দরকার।'

ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, করোনা পরবর্তীকাল হবে বাংলা সিনেমার নবজাগরনের সময়। আশা না হারিয়ে স্বাস্থ্যবিধি মেনে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্ববান জানান তিনি।

অপু বিশ্বাস আরো বলেন, '২০২০ সালেও এশিয়াতে যতটা ভয়াবহতা দেখতে হয়নি। কিন্তু এখন তার থেকে বেশি দেখতে হচ্ছে। তার কারণ সচেতনতার কিছুটা অভাব ছিলো। তো এবারের ঈদে আমাদের মাঝে আনন্দ যেন থাকে, কিন্তু সচেতনতার মধ্যে যেন থাকে। সরকার প্রধান যখন যে নির্দেশনা দেবেন সেটা যেন আমরা সঠিকভাবে পালন করি।'

আরও পড়ুন