আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই নভেম্বর ২০২০ ০১:৩৮:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুই দেশ।     

শুক্রবার উত্তর জম্মু-কাশ্মীরের বারামুল্লার বেশ কয়েকটি জায়গায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, গোলাগুলিতে ৫ সেনাসহ অন্তত ১১ জন মারা গেছে। উরি, গুরেজের পাশাপাশি আরও বেশ কয়েকটি সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা। এসময় সংঘর্ষে ভারতীয় সেনাসহ মোট ১১জন নিহত হয়।

এদিকে, পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে সংঘর্ষে মারা গেছে তাদের এক সেনাসহ ৫ জন। দুই পক্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। পাকিস্তানি সেনারা মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে এবং তাদের কিছু বাঙ্কার ও লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে বলে দাবি ভারতীয় সেনাদের।

আরও পড়ুন