বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

কিডনি দানে জনসচেতনতা বাড়াতে সংবাদ সম্মেলন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২০ ০৪:৪২:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিডনি দানে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশ ও কিডনী ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান বিশেষজ্ঞগন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, প্রো-ভিসি অধ্যাপক ডাঃ রফিকুল আলম, কিডনি ফাউন্ডেশন ও সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ হারুন-আর রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হাবিবুর রহমান দুলাল, ইউরোলোজি ও ট্রান্সপ্ল্যান্ট ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক এম এ সালাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলোজি বিভাগের ডাঃ এ এস এম তানিম আনোয়ার।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কিডনি দানে আগ্রহী ব্যক্তির স্বল্পতার কারণে তা প্রতিস্থাপন অনেকাংশে সম্ভব হচ্ছে না। এজন্য আইনি বাধা দূর করার পাশাপাশি কিডনি দানের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। 

আরও পড়ুন