বাংলাদেশ, জেলার সংবাদ, ডেঙ্গু

কিশোরগঞ্জে মশার উপদ্রব, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ০৯:২৫:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জে করোনা দুর্যোগের মধ্যে ডেঙ্গুর আশঙ্কায় শঙ্কিত মানুষ। এখনই ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা অনেকের।  

কিশোরগঞ্জে বেশিরভাগ এলাকায় নর্দমায় নেই কোন ঢাকনা। বাসা-বাড়ি, শহরের অলিতে গলিতে জমে থাকা পানিতেও বাড়ছে মশার উপদ্রব। পলিথিন ও প্লাষ্টিকের আবর্জনা জমে মশার উৎকৃষ্ট প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাগুলো।  
 
পৌরসভার এক বাসিন্দা বলেন, এই যে এত মশা বাড়তেছে এতে করে ডেঙ্গুর প্রভাব চরমভাবে বাড়বে। আমাদের এখানে মশার কোন ওষুধ দেয়া হয়নি। মশার জন্য ঘরে থাকা যায়না।
  
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘এরইমধ্যে আমরা শহরের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম শুরু করছি। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যে মেডিসিন ব্যবহার করে সেগুলোই আমরা কোম্পানির সাথে কথা বলে সংগ্রহ করে এনেছি ‘ 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘গত বছরের ডেঙ্গুর যে কীটগুলো ছিল পরিক্ষা করার জন্য, সেগুলো কিন্তু আমাদের এখনো আছে এবং অনেক জায়গায় এটা ক্রয় করার জন্য অর্থ বরাদ্দ দেয়া আছে। ডেঙ্গু মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি রয়েছে।’

আরও পড়ুন