আন্তর্জাতিক, অন্যান্য

কুইন্সল্যান্ডে আরো ভয়াবহ হচ্ছে দাবানল

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০১৯ ০৪:২৩:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কুইন্সল্যান্ডের ভয়াবহতা এখনো আগের মতোই রয়েছে।

প্রদেশটিতে অর্ধশতাধিক দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

প্রবল বাতাস ও উষ্ণ আবহাওয়ার কারণে নুসা নর্থ সোরের দাবানল আরো ব্যাপক আকার ধারণ করছে। আগুনের প্রকোপ থেকে বাঁচতে এ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। তবে বিদ্যুৎ, পানি ও মোবাইল ফোন সেবা ব্যাহত হচ্ছে।

ভয়াবহ পরিস্থিতির কারণে এখানকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রাদেশিক দমকল বাহিনী।  

আরও পড়ুন