জাতীয়, প্রবাস

কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট চালু ২রা জানুয়ারি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ২০২০ ০৮:৪৪:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েতে বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর শনিবার (২রা জানুয়ারি) থেকে পুনরায় চালুরে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার ২৮শে ডিসেম্বর কুয়েতের মন্ত্রিপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমস প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করে। পূর্বের সিদ্ধান্ত অনুসারে আগামী শুক্রবারের পর শনিবার (২রা জানুয়ারি) ২০২১ সাল থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে।

তবে সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা দেয় কুয়েত।

এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও ১৫ই ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছায়।

শনিবার হতে ভিজিটসহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশে হয়ে দুবাই অথবা অন্যদেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন