জাতীয়, প্রবাস

কুয়েতে প্রবাসীরা এগিয়ে চলেছেন উন্নতির দিকে

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৮:৩৪:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা আর শ্রম দিয়ে এগিয়ে চলেছেন উন্নতির দিকে। কেউ কেউ হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে হচ্ছেন সাবলম্বী।

বিশ্বের উন্নত দেশের মধ্যে অন্যতম ধনী দেশ কুয়েত।  এখানে ব্যবসা করা ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং রয়েছে অনেক সম্ভাবনাও।  এখানে বাংলাদেশী অনেকে তাদের যোগ্যতা আর দক্ষতায় হয়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। 

কুয়েতের সোলাইবিয়া অঞ্চলে অবস্থিত আলফুর্দা সবচেয়ে বড় ফল ও সবজি বাজার ।  এই মার্কেটে কাজ করছেন  অনেক বাংলাদেশীরা এবং বিভিন্ন দেশের বিক্রেতাদের সাথে পাল্লা দিয়ে ব্যবসাও করে যাচ্ছেন।  

তারা জানান সৌদি আরব, জর্ডান, লেবানন, ওমান, ইয়েমেন, ভারত, ফিলিপাইনসহ বিশ্বের সব দেশ থেকে ফলমূল ও সবজি আসে এখানে । সৌদিআরব থেকে বাংলাদেশীরা চাষ করেও কুয়েতে পাঠিয়ে দেন। 

বাংলাদেশের সবজির চাহিদা ভাল থাকায় অনেকেই চেষ্টা করছে বাজারটি ধরতে।  কিন্তু যাতায়াত ও উন্নত মানের প্যাকিংয়ের অভাবে লোকসানে পড়তে হয় তাদের । 

তাই পণ্যের প্যাকিং ভাল করা এবং যাতায়াত ব্যবস্থা দ্রুত ও সাশ্রয় করার দাবি জানান তারা। 

আরও পড়ুন