আন্তর্জাতিক, আমেরিকা

কৃষ্ণাঙ্গ নারী হত্যায় এক মার্কিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাসায় ঢুকে কৃষ্ণাঙ্গ নারীকে হত্যার ঘটনায় এক মার্কিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে বাসায় ঢুকে কৃষ্ণাঙ্গ নারী ব্রেয়োনা টেলর হত্যার ঘটনায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ব্রেট হ্যাঙ্কিসন নামের ওই পুলিশের বিরুদ্ধে বেপরোয়াভাবে গুলি চালানোর অভিযোগ আনেন কেন্টাকি গ্র্যান্ড জুরি।

তবে, কৃষ্ণাঙ্গ নারী হত্যার ঘটনায় জড়িত বাকি দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি।

এদিকে, তিন পুলিশ সদস্যের বিরুদ্ধেই হত্যার অভিযোগ গঠনের দাবি জানিয়েছে ব্রেয়োনা টেলরের পরিবার। ঘটনার পর লুইসভিলে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষ্ণাঙ্গরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভের জেরে লুইসভিলে জরুরি অবস্থা জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে নায়শনাল গার্ড।

আরও পড়ুন