আমেরিকা

কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে মে ২০২০ ০৩:০১:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহতের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, হত্যায় অংশ নেয়ার অভিযোগ আনা হয় ঘটনাস্থলে উপস্থিত আরো তিন পুলিশের বিরুদ্ধেও।

এদিকে, মিনিয়াপলিসে কারফিউ ভঙ্গ করেই বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বড় শহরগুলোতেও। গত ২৫শে মে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের দুইদিন পর বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। মিনিয়াপলিসের একটি রেস্তোরাঁয় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড। প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের পর শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন হাঁটু দিয়ে গলা চেপে ধরলে মারা যান ফ্লয়েড।

গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে নিহতদের মধ্যে তুলনামূলকভাবে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ আমেরিকান।

আরও পড়ুন