আন্তর্জাতিক, ভারত

কেজরিওয়ালের শপথে মোদিকে আমন্ত্রণ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ১০:০৫:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী রোববার শপথ নেবেন কেজরিওয়াল।

এর আগে, দিল্লি জয়ের পরই প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কাজের বার্তা দিয়েছিলেন কেজরিওয়াল।

বিজেপিকে পরাজিত করে তিনবার দিল্লির মসনদে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ৭০ আসনের মধ্যে ৬২ আসনেই জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থীরা। মাত্র ৮ আসন জিতে কোনোমতে দিল্লিতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে গেরুয়া শিবির।

অন্যদিকে, দিল্লি ভোটের ফল প্রকাশের পরই নীরব ছিলেন অমিত শাহ। ভোটের ফল প্রকাশের তিন দিনের মাথায় অবশেষে মুখ খোলেন তিনি।

তথ্যসূত্র: কলকাতা২৪

আরও পড়ুন