আন্তর্জাতিক, ভারত

কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠক

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই ডিসেম্বর ২০২০ ০৭:০২:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে চলমান কৃষক আন্দোলনের সমাধানে বৈঠক হলেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার ও কৃষক ইউনিয়নের নেতারা।

বৈঠকে সরকারের পক্ষ থেকে কৃষকদের লিখিত প্রস্তাবনা দেয়া হয়। এই প্রস্তাবনা নিয়ে আলোচনাও হয় দুই পক্ষে। তবে নিজেদের অবস্থানে অনড়  থেকে আবারও কৃষি আইন বাতিলের দাবি জানান কৃষকরা।

আজ শনিবার দুপুর ২টার দিকে দিল্লির বিজ্ঞানভবনে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে আলোচনায় বসেন কৃষক ইউনিয়ন নেতারা।

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে স্বরাষ্ট্রন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বৈঠকে বসেন। সেখানে নতুন কৃষি বিলে কোন সংশোধনী আনা যায় কি না সেই বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে চারদফা বৈঠক করেও কোন সমাধানে আসতে পারেনি দুই পক্ষ। বিতর্কিত কৃষি আইনের তিনটি ধারা বাতিলের দাবিতে মঙ্গলবার পুরো ভারতে বন্ধের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকরা।

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে গত ১০ দিন ধরে দিল্লি সীমান্তের বিভিন্ন মহাসড়ক বন্ধ করে অবস্থান করছেন ৫০ হাজারের বেশি কৃষক।

আরও পড়ুন