খেলাধুলা, ফুটবল

কোপায় ফের দুঃসংবাদ, ভেনেজুয়েলার ১২ জন করোনা পজিটিভ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুন ২০২১ ০৯:১২:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না কোপা আমেরিকার ৪৭তম আসরটির। ম্যাচ শুরুর একদিন আগেই আবারও বড় ধাক্কায় টুর্নামেন্টটি।

উদ্বোধনী ম্যাচের আগে ভেনেজুয়েলা দলে করোনা পজিটিভের হিড়িক লেগেছে। খেলোয়াড়সহ দলটির ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা। এর আগের দিন এক বিবৃতিতে দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ১২ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানায় ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ।

তবে এখনও তাদের পরিচয় জানানো হয়নি। কনমেবলের নেয়া নমুনা পরীক্ষাতেই তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ে।

বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। তাদেরকে আলাদা হোটেল রুমে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কনমেবল তাদের দেখভাল করছে।

আরও পড়ুন