আন্তর্জাতিক, অন্যান্য

কোয়ারেন্টিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে মার্চ ২০২০ ০৯:০৮:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসের এক উচ্চপদস্থ কর্মীর শরীরে মিলেছে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সোমবার কোয়ারেন্টিনে পাঠানো হল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহচরদের। আরব নিউজ জানায়।

প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু করোন মহামারির আকার ধারণ করেছে, তাই প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোয়ারেন্টিনে থাকতে চান। তার কাছের কর্মীরাও কোয়ারেন্টিনে থাকবেন। যতদিন না তারা নিশ্চিত হচ্ছেন যে তাদের শরীরে করোনা নেই।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানায়, যে ব্যক্তির শরীরে করোনা মিলেছে, তিনি গত সপ্তাহে সংসদ অধিবেশনেও উপস্থিত ছিলেন। সেখানে নেতানইয়াহু ছিলেন। করোনাভাইরাস মোকাবিলা নিয়েই ওই দিন জরুরি অধিবেশন ডাকা হয়েছিল। 

আরও পড়ুন