বিনোদন, রাজধানী

কোরবানির মাংস বিতরণ করলেন পরীমণি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২১শে জুলাই ২০২১ ১০:৩০:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদুল আজহায় চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেছেন পরীমণি।

পাঁচ বছর ধরে প্রতি ঈদ উল আজহায় এফডিসিতে গরু কোরবানি দেন চিত্রনায়িকা পরিমনি। এ বছর কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে কোরবানি দিলেন এফডিসির বাইরে।  

সকাল থেকেই শুরু হয় কোরবানি কার্যক্রম আর মাংস প্যাকেট করা। বিকেলে এফডিসি পরিবারের সদস্যদের সাথে ঈদ পুনর্মিলনী ও কোরবানির পশু বিতরণ করতে উপস্থিত হন পরিমনি।  

এ সময় এফডিসির শিল্পীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আনন্দকেই বড় পাওয়া বলে জানান পরিমনি। পরীমণি বলেন, আমার উদ্দেশ্য ছিল এফডিসির মানুষদের নিয়ে কোরবানি দেয়া। আমি তাদের নিয়েই কোরবানি দিয়েছি। যতদিন বেচেঁ থাকবো, সামর্থ্য অনুযায়ি চলচ্চিত্র পরিবারের জন্য পশু কোরবানি দেব। 

এফডিসিতে প্রথমবার একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমণি। গেলো বছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা। আর এবার দিচ্ছেন ছয়টি গরু।

পরীমণি এখন ঢাকাই ছবির আলোচিত নায়িকা। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পান পরীমণি। 

আরও পড়ুন