ইপিএল

ক্রিস্টাল প্যালেস-ম্যানচেস্টার সিটি লড়লে বিকেলে 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১লা মে ২০২১ ০৯:৫৩:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংলিশ প্রিমিয়ার লিগে বিকাল সাড়ে ৫টায় ক্রিস্টাল প্যালেসের মাঠে আতিথ্য নেবে টেবিল টপার ম্যানচস্টার সিটি।

রাত সাড়ে ১০টায় হোম ভেন্যুতে চেলসির প্রতিপক্ষ ফুলহ্যাম। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ টেবিলের ১৩ নম্বর দল ক্রিস্টাল প্যালেস।

লিগে শেষ ১৭ দেখায় ১৩টিতেই হার ক্রিস্টালের। এই ম্যাচেও তাই পরিষ্কার ফেভারিট সিটিজেনরা। ইনজুরিতে ম্যানসিটি মিডফিল্ডার ইলকায় গুনদোয়ান। অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসেও আছে ইনজুরি সমস্যা।

এ ম্যাচ জিতলে শিরোপা জয়ের পথ অনেকটাই পরিস্কার হয়ে যাবে ম্যানসিটির। 

আরও পড়ুন