বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

খাগড়াছড়িতে আগাম জাতের তরমুজ ও পেঁপে চাষে সাফল্য

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই জানুয়ারী ২০২০ ০৪:১০:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খাগড়াছড়িতে আমের সাথী ফসল হিসেবে আগাম তরমুজ ও পেঁপে চাষ করে সফল হয়েছেন দুই কৃষক। কৃষিবিদরা বলছেন, চাষের এ পদ্ধতি ছড়িয়ে দিলে লাভবান হবেন পাহাড়ের অন্য কৃষকরাও।

খাগড়াছড়ি জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ভাইবোনছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাছবান এলাকা। ২০১৭'তে সেখানে আম বাগান করেন নবদ্বীপ চাকমা ও রিটন চাকমা নামে দুই কৃষক।

আম বাগান থেকে ফলন পেতে অপেক্ষা করতে হয় ৩ থেকে ৪ বছর। এই সময়টা বাগান পরিচর্যায় থাকতে হয়, যার খরচও বেশ। তাই বসে না থেকে আম গাছের ফাঁকে ফাঁকে কিছু পেঁপে চারা রোপন করেন তারা।

পেঁপের ভালো ফলন হওয়ায় পরের বছর আরো পেঁপের চারা রোপণ করেন। পাশাপাশি আগাম জাতের কিছু তরমুজের চারাও লাগান।  ৪ থেকে সাড়ে ৪ মাস পর ফলন আসে তরমুজের। অসময়ের তরমুজ বিক্রি করে ভালো লাভও মেলে।

সাথী ফসল হিসেবে তরমুজ চাষের সাফল্য দেখে অবাক স্থানীয়রা।

দেশে মার্চ থেকে এপ্রিল তরমুজের মৌসুম; তাই নতুন এই পদ্ধতি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মর্ত্তুজ আলী।

 

 

 

 

 

আরও পড়ুন