বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

'খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৬:৫৭:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দেশের প্রধান পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পাইকার বাজারে মিয়ানমারের পেঁয়াজ ৫০ থেকে ৫২ টাকা বিক্রির কথা থাকলেও অধিকাংশ দোকানে বিক্রি করা হচ্ছিল ৭০ থেকে ৭৫ টাকায়।  

এছাড়া, খুচরা বাজারে এখনও ৮০ থেকে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারত ও অন্যান্য দেশ থেকে কয়েকদিন পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু আড়তদার তাদের গুদামে পেঁয়াজ মজুদ রেখে অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়ে দেয়।

পেঁয়াজের দামে লাগাম টানতেই পাইকারি ও খুচরা বাজারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল আলম।

আরও পড়ুন