আন্তর্জাতিক

খারাপ পরিস্থিতির সতর্কতা, তবুও ইউরোপে শিথিল হচ্ছে লকডাউন

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০৬:৩১:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ থেকে ইউরোপের বিভিন্ন দেশে শিথিল করা হচ্ছে লকডাউন। যদিও স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, লকডাউন শিথিলের কারণে আরো খারাপ হতে পারে পরিস্থিতি।

গ্রীসে সীমিত আকারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট । কর্তৃপক্ষ বলছে, সব যাত্রীকেই যথাযথভাবে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এর আগে গেল মাসের শেষে বেশিরভাগ ক্যাফে-রেস্তোরাঁ খুলে দেয়া হয় দেশটিতে।

ফ্রান্সে মঙ্গলবার থেকে পুরোপুরি খুলবে ক্যাফে-রেস্তোরাঁ। মানতে হবে সামাজিক দুরত্বের নির্দেশাবলী। ১০ জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে না।

এদিকে ইতালিতে ৩রা জুন থেকে অভ্যন্তরীণ ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আর স্পেনে ১৫  জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হতে পারবে না। সীমিত আকারে খোলা রাখা যাবে দোকানপাট ও রেস্তোরাঁ।

অন্যদিকে যুক্তরাজ্যে ৬ জনের বেশি মানুষের জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। লকডাউন শিথিল করা হচ্ছে ডেনমার্ক, জার্মানির মত দেশগুলোতেও। তবে সব দেশেই কঠোরভাবে সামাজিক দুরত্বের নির্দেশগুলো কঠোরভাবে মানার কথা বলা হয়েছে।

আরও পড়ুন