রাজনীতি, সাক্ষাৎকার

'খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা সরকারের ওপর নির্ভর করছে'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে আগস্ট ২০২০ ০৯:১৪:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবিসি নিউজের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব কথা বলেন দলের রাজনীতিসহ সাম্প্রতিক নানা ইস্যুতে।

বিশেষ বিবেচনায় মুক্ত হয়ে দলীয় প্রধান বাসায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ড মাথায় নিয়ে বিদেশে আত্মগোপনে। দলের দুই শীর্ষ নেতা কার্যত অনুপস্থিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন দলে নেতৃত্বের কোন সংকট নেই। বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা যে কোন দলের জোট থেকে বের হয়ে যাওয়ার স্বাধীনতা রয়েছে বলেও মনে করেন তিনি। একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 'বর্তমান নির্বাচন কমিশনারের ওপরে, নির্বাচন ব্যবস্থার ওপরে জনগণের কোন আস্থা নেই।'

প্রশ্ন ছিলো দলের নেতৃত্ব সংকট নিয়ে। জানালেন খালেদা জিয়ার অনুপস্থিতিতেও কোনো সমস্যা হচ্ছে না দলে। মির্জা ফখরুল বলেন, 'জাতীয় স্থায়ী কমিটি যেটা আছে সেটা ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমরা দল পরিচালনা করছি। এখন পর্যন্ত আমাদের দলের মধ্যে কোন প্রকার সংকট তৈরী হয়নি।'

বিএনপি মহাসচিব কথা বলেন ২০ দলীয় জোটসহ জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও। তিনি জানান, 'আমরা আন্দোলনের একটা অংশ হিসেবে নির্বাচনে গিয়েছিলাম। সেখানে ২০ দল আলাদা করে ছিলো ও ঐক্যফ্রন্ট আলাদা করে ছিলো। কিছু কিছু দল বেরিয়ে গেছে। যারা বেরিয়ে গেছে তারা যেতেই পারেন, তাদের স্বাধীনতা আছে। ঐক্যফ্রন্ট থেকেও কাদের সিদ্দিকী সাহেব বের হয়ে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সমস্যা থাকতে পারে, চলবে। আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন দলকে বাদ দিয়ে দেবো, এ ধরনের কোন সিদ্ধান্ত আমাদের জোটের মধ্যে এখনো হয়নি।'

স্থানীয় নির্বাচনে দলের করণীয় নিয়ে মির্জা ফখরুল বলেন, 'আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা ভাববো, আর অংশ নেবো না এটাও আমরা বলিনি।'

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারই আবেদন করবে জানিয়ে সরকার তা বিবেচনা করবে বলেও আশা করেন তিনি। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলাগুলো করা হয়েছে। যে কারণে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই রাজনৈতিক সিদ্ধান্ত থাকবে। দল থেকে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা পরিবারের পক্ষ থেকে হলে হতে পারে।'

পরিস্থিতি স্বাভাবিক হলে জাতীয় কাউন্সিলসহ শূন্য পদগুলো পূরণসহ দলকে গতিশীল করতে নানা উদ্যোগের কথাও জানান বিএনপি মহাসচিব।

আরও পড়ুন