বাংলাদেশ, জাতীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনা তথ্যমন্ত্রীর; দেশেই ভালো চিকিৎসা সম্ভব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ১০:০৬:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তবে দেশেই ভালো চিকিৎসার ব্যবস্থা থাকতে বিএনপি কেন খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চায়, সে বিষয়টি বোধগম্য নয় বলে জানান মন্ত্রী।

দুপুরে পিআইবি মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।এসময় তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনায় বলেন,' আল্লাহ দ্রুত সুস্থ করে দিন। আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রসঙ্গে তিনি বলেন,'বিএনপি যেভাবে বলছে, তাকে বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। করোনার চিকিৎসা সব দেশে একই রকম। যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে, তাদের অবস্থা কিন্তু আরও খারাপ। সেখানে প্রতিদিন আরও বেশি মানুষ মারা যাচ্ছেন। সুতরাং তারা কেন তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা বলছেন, আমার বোধগম্য নয়।'

আরও পড়ুন