অপরাধ, স্বাস্থ্য

খুলনায় করোনা পরীক্ষার টাকা আত্মসাৎ, দুদকের মামলা

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই নভেম্বর ২০২১ ০৮:৫১:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার ২ কোটি ৫৭ লক্ষ ৯৭ হাজার ২শ' টাকা আত্মসাতের দায়ে মামলা হয়েছে। এই হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে দায়ের হয়েছে।

খুলনার দুদকের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান দুদক কার্যালয়ে আজ বৃহস্পতিবার এই মামলা নথিভুক্ত করেন। অভিযুক্ত প্রকাশ কুমার দাশ পলাতক রয়েছে।

কোভিড-১৯ রোগী ও বিদেশগামীদের পরীক্ষার সরকারি নির্দেশনা অনুযায়ী সংগ্রহিত সকল অর্থ জমা না দিয়ে ২ কোটি ৫৭ লক্ষ ৯৭ হাজার ২শ' টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, প্রকাশ কুমার দাশ ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যান্ত দায়িত্বরত অবস্থায় (৪,২৪,৯৩,৯০০) চার কোটি চবিবশ লক্ষ তিরানব্বাই হাজার ৯শ' টাকা গ্রহণ করেন। সংগ্রহিত এই অর্থের মধ্যে (১,৬৬,৯৬,৭০০)এক কোটি ৬৬ লক্ষ ৯৬ হাজার ৭শ' টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন।

এই ঘটনায় তদন্ত শেষে থানায় জিডি হয়েছে। এই জিডির পরিপেক্ষিতে দুদকের অনুমতি সাপেক্ষে এই মামলা নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুন