আন্তর্জাতিক, আমেরিকা

খুলেছে ডিজনিল্যান্ডের দুয়ার, উচ্ছ্বসিত দর্শনার্থীরা 

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ১লা মে ২০২১ ০৫:২৩:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় এক বছরেরও বেশি সময় পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। পার্কের বিভিন্ন রাইড উপভোগ করতে হলে বিনোদনপ্রেমীদের মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। 

একবছরেরও বেশি সময় পর ডিজনিল্যান্ডে এসে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। শুক্রবার দুয়ার খুলে দেয়ার পর থেকেই ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড মুখর বিনোদনপ্রেমীদের পদচারণায়। 

করোনার কারণে সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে পার্কে ধারণ ক্ষমতার ২৫ শতাংশ মানুষকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। করোনা ঝুঁকিতে মিকি মাউজ ও স্নো হোয়াইটসহ কার্টুন ক্যারেকটারগুলোকে জড়িয়ে ধরতে পারছেন না দর্শনার্থীরা। পার্কে রাখা হয়নি কোন প্যারেড, বড় জমায়েত এড়াতে আপাতত বন্ধ রাখা হয়েছে রাত্রিকালীন আতশবাজি প্রদর্শন।

নানা সীমাবদ্ধতা সত্তেও জুনের মাঝামাঝি সময় পর্যন্ত সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের মার্চে ওয়াল্টডিজনি সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। এরপর জুলাইয়ের দিকে খুলে দেয়া হয় যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডো ও ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড। প্যারিসের ডিজনি ল্যান্ড বন্ধ থাকলেও খুলেছে চীনের সাংহাই, জাপানের টোকিও ও হংকংয়ের ডিজনি পার্কগুলো।

আরও পড়ুন