জাতীয়, টেলিভিশন

গণমাধ্যমে প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি এডিটরস গিল্ডের

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে মার্চ ২০২০ ১২:৩৮:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেলিভিশনের জন্য স্যাটেলাইট ফি তিন মাসের জন্য স্থগিত রাখাসহ কয়েকটি দাবিতে বিবৃতি দিয়েছে এডিটরস গিল্ড।

গণমাধ্যমের জন্য জরুরি ভিত্তিতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা, টেলিভিশনের জন্য স্যাটেলাইট ফি তিন মাসের জন্য স্থগিত রাখাসহ কয়েকটি দাবিতে বিবৃতি দিয়েছে এডিটরস গিল্ড। সংগঠনটির প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু সাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, করোনাভাইরাসের প্রভাবে নজিরবিহীন সঙ্কটের মুখোমুখি গণমাধ্যম। সাধারণ ছুটির কারণে পত্রিকার বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনলাইন ও সম্প্রচারমাধ্যম ঝুঁকি নিয়ে অফিস খোলা রাখলেও বিজ্ঞাপন কমছে দ্রুতগতিতে। টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন বিলের কালেকশন প্রায় বন্ধ হয়ে গেছে।

চলমান সঙ্কট দীর্ঘ হলে সাংবাদিক ও কর্মচারীদের বেতন দেয়া কষ্টকর হবে বলেও জানানো হয়। এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারের নানা ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এডিটরস গিল্ড।

আরও পড়ুন