অর্থনীতি

গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে চাকরির সুযোগ কমেছে ৮৭ শতাংশ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে মে ২০২০ ০৭:৪৯:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে বাংলাদেশে নতুন চাকরির সুযোগ কমেছে ৮৭ শতাংশ।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি'র গবেষণায় এ তথ্য উঠে এসেছে। অনলাইন পোর্টালে চাকরির বিজ্ঞপ্তির সংখ্যার ওপর ভিত্তি করে এ গবেষণা করেছে সংস্থাটি।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে ৮ই মার্চ। তার এক সপ্তাহ পর থেকেই নিয়োগ বিজ্ঞাপন কমতে শুরু করে। এডিবি বলছে, গত বছরে এপ্রিলে দেয়া প্রতি এক'শ বিজ্ঞপ্তির বিপরীতে এ বছরে সে সংখ্যা মাত্র ১৩টি। গত বছরের একই সময়ের তুলনায় মার্চে নতুন চাকরির সুযোগ ছিলো ৬৫ শতাংশ এবং এপ্রিলে তা নেমে আসে মাত্র ১৩ শতাংশে।

বস্ত্র ও শিক্ষাখাতে সবচেয়ে বেশি ৯৫ শতাংশ চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন খাতে ৯২ শতাংশ কমেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন বাড়লেও, এ খাতেও চাকরির সুযোগ ৮২ শতাংশ কমেছে।

আরও পড়ুন