মৌলভীবাজারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের টাকা না পেয়ে গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গৃহবধূ অনামিকা দেবকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামের সঞ্জিত কান্তি নাগের সঙ্গে পাঁচ বছর আগে অনামিকা দেবের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে অত্যাচার করতো সুজিত। রবিবার (২০ ডিসেম্বর) সকালে, বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা আনার জন্য অনামিকাকে চাপ দেয় তার স্বামী। অপারগতা প্রকাশ করলে নির্যাতন করে শরীরে গরম পানি ঢেলে দেয় সঞ্জিত। এতে অনামিকা শরীরের পিঠসহ প্রায় ১০ শতাংশ ঝলসে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী অনামিকা বাদি হয়ে রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।