জেলার সংবাদ, সংস্কৃতি

গাজীপুরের বসেছে ‘জামাই মেলা’

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই জানুয়ারী ২০২২ ১০:১৯:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পৌষ-সংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে আবারও বসেছে ‘জামাই মেলা’।

পৌষ মাসের শেষে মাঘ মাসের দ্বিতীয় শুক্রবার সকাল থেকে রাত অবধি এ মেলা দেখতে এলাকাজুড়ে ঢল নামে মানুষের। প্রায় আড়াইশ বছরের পুরনো এই মেলাটি প্রতি বছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন মেলা উপভোগ করতে। দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ আসছেন সর্ববৃহৎ এই মাছের মেলায়।

গাজীপুর ছাড়া টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে এসেছেন।

প্রতি বছর পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি ইত্যাদির পসরা বসে। মাছের মেলায় সামদ্রিক চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও।

বিনিরাইলের মাছের মেলার আয়োজকরা জানান, এই মেলাটি প্রথম অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবে আয়োজন করা হতো।

প্রায় ২৫০ বছরেরও বে যাবৎ মেলাটি আয়োজন হয়ে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ মেলাটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।

আরও পড়ুন