বাংলাদেশ

গুগলে আবরার হত্যায় অভিযুক্তদের নামে টয়লেটের লোকেশন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ১১:২৩:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে আবরার হল। শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর লোকেশন দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে।

গুগল ম্যাপে সার্চ দেয়ার পর বুয়েটের শেরে বাংলা হলটির লোকেশন ঠিক দেখালেও নামটি দেখাচ্ছে ভিন্ন।
 


হলের নামটি দেখাচ্ছে আবরার হল।

এছাড়া হলের ভেতরে বিভিন্ন টয়লেটের লোকেশন দেখাচ্ছে আবরার হত্যায় জড়িত অভিযুক্তদের নামে। টয়লেটের নামগুলোর মধ্যে রয়েছে- অমিত শাহ পাবলিক টয়লেট, কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।

তবে গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে।

গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে।

আরও পড়ুন