জেলার সংবাদ, অপরাধ

গৃহবধূকে গলাকেটে হত্যা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে মার্চ ২০২১ ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে তার শয়নকক্ষে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর নারীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৪২) একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার জানান, তিনি তার মাকে বিকেল ৪টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে যান। ঘন্টাখানেক পরে ফিরে এসে দেখেন তার মা ঘরের খাটের ওপরে গলাকাটা অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী ও মেয়ে বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা সেলিনা বেগমকে গলাকেটে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন