বাংলাদেশ, নারী

গোপালগঞ্জের বৌ বাজারের অধিকাংশ ক্রেতা-বিক্রেতাই নারী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রায় ৩০টি দোকান নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের বউ বাজার।

যে বাজার শুরু করেছিলেন স্থানীয় নারীরা। বর্তমানে কিছু পুরুষ দোকানির আবির্ভাব ঘটলেও বাজারে নারী ক্রেতা-বিক্রেতার সংখ্যা প্রায় আশি শতাংশ।

১৯৯০ সালের গোড়ার দিকে গাভী পালক নারীরা উৎপাদিত অতিরিক্ত দুধ বিক্রির জন্য গোপালগঞ্জ টেকেরহাট সড়কের পাশে বানিয়ারচর গ্রামে হাজির হন। বেশিদিন লাগেনি সে বাজার জমতে। ক্রেতার বৃদ্ধির সঙ্গে চায়ের দোকান থেকে শুরু করে নানান পণ্য নিয়ে হাজির হতে শুরু করেন নারীরা। গড়ে ওঠে একটি নারী বান্ধব পরিবেশ। যেখানে ক্রেতা-বিক্রেতার অধিকাংশই নারী।  

রাস্তার পাশে গড়ে ওঠা সে বাজারটি এখন বৌ বাজার নামে পরিচিত। জামা-কাপড়, দুধ, সবজি, মাছ-মাংস, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য বিক্রি হয় এই বাজারে। বৌ বাজারটি টিকিয়ে রাখতে হলে শুধুমাত্র নারী বিক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা ও আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা জরুরি বলে মনে করেন স্থানীয়রা।

আরও পড়ুন