খেলাধুলা, অন্যান্য খেলা

গ্র্যান্ড স্লামে ব্রিটিশদের ৪৪ বছরের খরা কাটালেন এমা রাদুকানু

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১২ই সেপ্টেম্বর ২০২১ ০৩:১৩:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউএস ওপেনের ফাইনালে লেইলাহ ফার্নান্দেজকে হারিয়ে গ্র্যান্ড স্লামে ব্রিটিশদের ৪৪ বছরের খরা কাটালেন টেনিস তারকা এমা রাদুকানু।

অল টিনেজার ফাইনালে লেইলাহকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছে এমা। ম্যাচের শুরু থেকেই লেইলাহর উপর ছড়ি ঘোরায় এমা। তবে প্রথম সেটের পর পা কেটে যাওয়ায় মেডিক্যাল ব্রেক নেয় এই ব্রিটিশ তরুণী।

এরপর আর তাকে থামানো যায়নি। সরাসরি সেটে ম্যাচ জিতে নেন এমা। এই ম্যাচ দিয়ে বেশ কিছু রেকর্ডের খাতায় নিজের নাম লেখান তিনি। প্রথম কোয়ালিফায়ার হিসেবে কোন গ্র্যান্ড স্লামে সুযোগ পেয়েই করেছেন শিরোপা উল্লাস।

এর সাথে মারিয়া শারাপোভার পর সর্বকনিষ্ঠ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।   

আরও পড়ুন