জেলার সংবাদ

চট্টগ্রাম সিটি নির্বাচন: প্রার্থীতায় বিএনপির চমকের আভাস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৫:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বেড়ে গেছে দৌড়ঝাঁপ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্নভাবে তদবির চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে আওয়ামী লীগের মতো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপিতেও চমক আসার আভাস মিলছে।

সম্প্রতি চট্টগ্রাম অনুষ্ঠিত এক সভায় সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতির তাগিদও দেন তিনি। সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই বিএনপির শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন, কে হচ্ছেন মেয়র প্রার্থী।

মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের পাশাপাশি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান ও বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ’র নাম শোনা যাচ্ছে। তবে দলের বড় একটি অংশ মনে করছেন ডা. শাহাদাত হোসেনই হবেন মেয়র প্রার্থী। দল মনোনয়ন দিলে নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানান নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এদিকে দলের আরেকটি অংশ বলছে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যবসায়ী নেতা এরশাদ উল্লাহ বা নগর বিএনপির সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানকে মনোনয়ন দিয়ে চমক দেখাতে পারে বিএনপি। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন জানান এই দুই বিএনপি নেতা।

আগামী ২৯শে মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন।

আরও পড়ুন