আন্তর্জাতিক, প্রবাস

এ মাসেই শেষ মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের বৈধতার সুযোগ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৬ই ডিসেম্বর ২০২১ ০৭:০১:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন প্রোগ্রামে অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের সুযোগ ও নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়ার সময় শেষ হচ্ছে ৩১শে ডিসেম্বর।

চলতি মাসেই শেষ হচ্ছে মালয়েশিয়ায় বৈধতা পাওয়ার সুযোগ। এই সহজ সুযোগ হারাতে চান না দেশটিতে থাকা অবৈধ প্রবাসী বাংলাদেশিরাও। তবে ডেলিভারির সময়সহ পাসপোর্ট পেতে ৩ মাসের বেশি সময় লাগায় বৈধতা প্রাপ্তির সুযোগ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এসব সংকটের কারণে বৈধতা পাওয়া নিয়ে আশঙ্কা তৈরী হয়েছে প্রবাসীদের মধ্যে।

প্রবাসীরা জানিয়েছেন, পোস্ট অফিসের মাধ্যমে প্রতিটি অঞ্চলে পাসপোর্ট ডেলিভারি করলে আরো অল্পসময়েই পাসপোর্ট হাতে পাবেন তারা।

এদিকে দূতাবাস থেকে বলা হয়েছে যথা সময়ে প্রবাসীদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। করোনার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনের কার্যক্রম কিছুটা ধীরগতি থাকলেও বর্তমানে দ্রুত গতিতে চলছে।

অবৈধ কর্মীদের জন্য নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি ছাড়াও হোলসেল ও রিটেইলসহ বেশ কিছু কাজের জন্য বৈধতার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই পরিস্থিতিতে মালয়েশিয়া থেকে আবেদেনকরা পাসপোর্টগুলো দ্রুত পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। 

আরও পড়ুন