বিবিধ, টেলিভিশন

চলে গেলেন 'মীনা'র জনক

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই অক্টোবর ২০১৯ ০৯:২৮:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র 'মীনা' চরিত্রের রূপকার রাম মোহন মারা গেছেন।

ভারতীয় অ্যানিমেশনের জনক হিসেবে খ্যাত এ কার্টুনিস্ট ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলে শুক্রবার জানিয়েছে ভারতের অ্যানিমেশন বিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস।

খ্যাতনামা এ কার্টুনিস্টের ভারতীয় চলচ্চিত্রের জগতে কর্মজীবন শুরু করেন ১৯৫৬ সালে। চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান ১৯৬৮ সালে। কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন। 

১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্য মীনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। সেসময় সবার কাছে গ্রহণযোগ্য একটি মুখাবয়ব সৃষ্টির জন্য তারা দ্বারস্থ হয় রাম মোহনের কাছে। পরে, তার রং-তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি।

ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত হান্না-বারবারা স্টুডিওতেও মীনার প্রথম দিককার বেশ কিছু পর্ব নির্মিত হয়। পরে ভারতের রাম মোহন স্টুডিওতে মীনার বাকি পর্বগুলো নির্মাণ করা হয়। সিরিজগুলো পরিচালনা করেছিলেন রাম মোহন নিজেই।

আরও পড়ুন