চাকরি, রাজধানী

চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোর দাবি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই জানুয়ারী ২০২২ ০৩:০৯:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাকুরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোর দাবি জানিয়েছে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতি ছিল পরিস্থিতি অনুযায়ী বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু চরম দুর্ভোগে দীর্ঘ সেশনজট ও করোনায় প্রায় ২ বছরের ক্ষতিগ্রস্ত হওয়ার চরম বাস্তবতায়ও ৩ বছর আগে ছাত্র সমাজকে দেওয়া সরকারের নির্বাচনী ইশতেহার এখনও বাস্তবায়িত হয়নি। ইশতেহারের বাস্তবায়ন যুব সমাজের প্রাণের দাবি। এ সময় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করার দাবিো জানান তারা।

একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষার সমালোচনা করে, সমন্বিত নিয়োগ পরীক্ষা নেয়ার কথাও বলা হয় মানববন্ধনে। দাবি না মানলে, শিগগিরই কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি  দেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন